Howrah

Apr 08 2023, 19:44

*দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ডিএ আন্দোলনকারীরা*

ডিএ নিয়ে আন্দোলনকে দিল্লী পর্যন্ত নিয়ে যেতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ এই উপলক্ষে হাওড়া স্টেশন থেকে সরকারি কর্মচারীদের ১০০ জনের একটি দল দিল্লির উদ্দেশ্যে রওনা হল। আগামী ১০ এবং ১১ ই এপ্রিল দিল্লি জন্তরমন্তরে ধরনায় বসবেন তারা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা বিশ্বজিৎ মিত্র এদিন রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে বলেন আমরা ৭৩ দিন কলকাতার ধর্মতলায় ধরনায় বসেছি।

রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেছি তিন দফা দাবির সমর্থনে। এই তিন দাবি হল রাজ্যের সরকার কর্মচারীদের প্রাপ্য ডিএ দিতে হবে, স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। কিন্তু সরকার তাদের দাবিকে কর্ণপাত করেনি। তাই তারা দিল্লিতে ধরনায় বসে প্রতিবাদ করবেন। সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে স্মারকলিপি জমা দেবেন। তিনি আরো বলেন গোটা রাজ্য থেকে প্রায় ৬০০ জন বিভিন্ন ট্রেনে দিল্লির এই ধর্ণা মঞ্চে যোগ দেবেন।

বাইট..১..বিশ্বজিৎ মিত্র(সদস্য)

Howrah

Apr 07 2023, 19:47

*স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক বালক*

শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হয় এক বালকের। হাওড়ার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকায় ঘটনাটি ঘটে। চার বন্ধুকে জলে ডুবতে দেখে প্রায় সঙ্গে সঙ্গেই এলাকার মানুষজন তিনজনকে উদ্ধার করেন। অংশু গিরি নামের এক বালক নিখোঁজ হয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা এবং পুলিশের ডুবুরি জলে নামিয়ে প্রায় ঘন্টা দুয়েক পর উদ্ধার করা হয় ওই বালককে। স্থানীয় বেসরকারি হাসপাতালের নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

Howrah

Apr 07 2023, 15:45

*অগ্নিকাণ্ডের পর রানীহাটিতে বাজার পরিদর্শনে বিরোধী দলনেতা*

গতকাল 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রানীহাটিতে একটি বাজারে আগুন লাগে।ভস্মীভূত হয়ে যায় প্রায় সত্তরটির বেশী অস্থায়ী দোকান।আজ ঘটনাস্থলে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি ক্ষতিগ্রস্ত পঁচাত্তর জন ব্যবসায়ীকে নগদ টাকা ও ত্রিপল দেন নতুন করে ব্যবসা শুরু করার জন্য।

অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাত থাকতে পারে বলে শুভেন্দু অধিকারী বলেন ঠিকাদাররা ব্যবসায়ীদের উঠে যাবার নির্দেশ দিয়েছিলেন।এতবড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তারপর কোনো ব্যবস্থা নেওয়া হলো না।ডি এম,বিডিও রা আসার প্রয়োজন মনে করেননি।সরকারের উচিত পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া।

বাইট..১..শুভেন্দু অধিকারী(বিরোধী দলনেতা)

Howrah

Apr 07 2023, 15:39

*আন্দোলনে জেরে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল*

আদিবাসী আন্দোলনে জেরে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। গত তিনদিন ধরে বাতিল করা হয় 223 দূরপাল্লার ট্রেন। ফলে বিপাকে পড়েছেন বহু যাত্রী।

হাওড়া থেকে সিরিডি ভ্রমনে গিয়ে আটকে পড়েছেন প্রায় পঞ্চাশ জন পর্যটক।গত ৩ এপ্রিল হাওড়ার সালকিয়া থেকে পঞ্চাশ জনের একটি দল মহারাষ্ট্রের সাঁইনগর এবং নাসিক বেড়াতে গেছিলেন। গত ৫ ই এপ্রিল সকালে দলটি সিরিডি সাইনগর পৌঁছায়। সেখানে বেড়ানো এবং মন্দির দর্শনের পর তাদের ট্রেনে ওঠার কথা ছিল। কিন্তু ওই পর্যটকদের কনফার্মড টিকিট থাকলেও ডাউন সাইনগর সিদ্ধি হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়। অন্যান্য ট্রেনে ঘরে ফেরার করার চেষ্টা করলেও সে ট্রেনগুলো বাতিল হয়। এর ফলে চরম সমস্যায় পড়েন পর্যটকরা।

ডোনা ঘোষ নামে উত্তর হাওড়ার সালকিয়ার বাসিন্দা এক পর্যটক জানান কিভাবে তারা বাড়ি ফিরবেন তা বুঝে উঠতে পারছেন না।টাকা পয়সা শেষ হয়ে আসছে।ফলে তারা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।ট্রাভেল এজেন্ট অভিজিৎ মন্ডল জানান পর্যটকদের টাকা শেষ হয়ে যাওয়ায় তারা হোটেল ছেড়ে আশ্রমে আশ্রয় নিয়েছেন।

তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছেন রাজ্য সরকার যেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানান আন্দোলনের জেরে এখনো পর্যন্ত ২২৩ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।যতক্ষন পর্যন্ত রেল ট্র্যাক থেকে আন্দোলনকারীরা সরছেন ততক্ষন পর্যন্ত ট্রেন চালানো যাবে না।

Howrah

Apr 06 2023, 17:32

*বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড*

হাওড়া রানিহাটি মোড় এর কাছে একটি বাজারে আগুন লাগে, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন তাকে নেবানোর চেষ্টা চালান প্রাথমিকভাবে জানা গেছে ছোট ছোট প্রায় ৫০ টি দোকান পুরোপুরি পুড়ে ছাই, তার মধ্যে ছিল ফল, সবজি ,চপের দোকান সহ অন্য বিভিন্ন জিনিসের ছোট ছোট দোকান।

Howrah

Apr 06 2023, 16:11

*বিক্ষোভের জেরে ব্যাহত ট্রেন চলাচল*


বিক্ষোভ জেরে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ৮৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেয়া হল 6 এপ্রিল।দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে। 

আজ জানানো হয়েছে কস্তুর স্টেশনে বিক্ষোভ জেরে আজ বৃস্পতিবার ৬ এপ্রিল মোট ৮৫ টার দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই লিস্টে রয়েছে হাওড়া সাঁতরাগাছি ও শালিমার থেকে বিভিন্ন জায়গায় যাত্রা করার দূরপাল্লার ট্রেন, ও অফ এন্ড ডাউন ট্রেনের তালিকায় রয়েছেন ১২১৩০হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস,১৮০০৫ হাওড়া জগদালপুর এক্সপ্রেস,১২৮৩৪ হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস, ১২২২২ হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস, টাটা নগর হাওড়া এক্সপ্রেস, হাওড়া বড় বিল জন শতাব্দি এক্সপ্রেস, হাওড়া ক্যান্ট ভাঞ্জি এক্সপ্রেস ,হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস, হাওড়া রাঁচি এক্সপ্রেস, হাওড়া মুম্বাই সিএসটিএম গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া সাই নগর সিডিডি এক্সপ্রেস, শালিমার এলটিটি এক্সপ্রেস, হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া মুম্বাই সিএসটিএম এক্সপ্রেস, হাওড়া হাটিয়া এক্সপ্রেস, সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন রয়েছে আপ ও ডাউন মিলিয়ে ৬ এপ্রিল ৮৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

এর পাশাপাশি বেশ কিছু ট্রেন যাত্রা পথ কমিয়ে দেয়া হয়েছে ,দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে এই বিক্ষোভ জেনে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত রয়েছেন রেল কর্তৃপক্ষ।

Howrah

Apr 05 2023, 16:33

শিবপুর কাণ্ডে গ্রেফতার আরো দুই


হাওড়া:শিবপুর কাণ্ডে গ্রেফতার আরো একজন।হাওড়ার ফকিরবাগান এলাকার বাসিন্দা অবিনাশ যাদব নামে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ।রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র হাতে সুমিত সাউ নামে এক যুবককে দেখা গেছিলো।বিহারের মুঙ্গের থেকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয় সুমিত সাউ।তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পালিয়ে যাবার আগে সে পিস্তলটি তার বন্ধু আরিয়ান গুপ্তাকে দিয়ে যায়।

আরিয়ান আবার সেটি অবিনাশ যাদবকে রাখতে দেয়।গতরাতে আরিয়ানকে গ্রেফতার করা হয়েছিলো।আজ দুপুরে গ্রেফতার করা হয় অবিনাশকে। উদ্ধার হয় রামনবমীর মিছিলে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি। ধৃত তিনজনকে আজ হাওড়া আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা করেছে।

Howrah

Apr 05 2023, 10:25

*হাওড়া কান্ডের মূল অভিযুক্তকে তোলা হবে আদালতে*


 হাওড়া: সুমিত সাউকে বিহার মুঙ্গের থেকে গ্রেফতার করে আজ হাওড়া নিয়ে আসা হলো। গত ৩০শে মার্চ রামনবমী শোভাযাত্রা হাতে বন্দুক নিয়ে শামিল হওয়ার যুবকের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন আর সেই ছবির থাকার সুমিত সাউকে গতকাল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। 

মুঙ্গের থেকে গ্রেপ্তার করেন ও তাকে সেইখানে স্থানীয় আদালতে তোলা হয় তার পর তাকে হাওড়া নিয়ে আসা হয়েছে। আজ হাওড়া জেলা আদালতে সুমিত সাউকে তোলা হবে।

Howrah

Apr 03 2023, 15:23

*নোটিশ ছাড়াই বন্ধ হল জুট মিল*

কোন নোটিশ ছাড়াই বন্ধ হলো হাওড়ার দাসনগর ভারত জুট মিল। অন্যান্য দিনের মতো সকালবেলা মিলে কাজ এসে শ্রমিকরা হতভম্ব। জুট মিলের গেট খোলা থাকলেও ভেতরে বন্ধ সব মেশিন। কাজই হচ্ছে না। ম্যানেজারের অফিসে তালা। উধাও ম্যানেজমেন্টের লোকজন। প্রায় সাড়ে ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ জুট মিলের গেটে।

Howrah

Apr 03 2023, 15:21

*হাওড়ায় বিজেপির পথ অবরোধ*

মধ্য হাওড়ার পঞ্চানন তলায় বিজেপির পথ অবরোধ ও বিক্ষোভ।হুগলীর রিষড়ায় রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে গতকাল অশান্তি ছড়ায়।আক্রান্ত বিজেপি কর্মী সহ পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।

এরই প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ হাওড়ায়।সোমবার জেলা সদর দপ্তরের সামনে পঞ্চাননতলা রোডে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় কর্মীরা।পুলিশ এসে অবরোধ তুলতে গেলে বচসা শুরু হয়।জোর করে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ।

বাইট..১..মনমোহন ভট্টাচার্য(সভাপতি, সদর)